Bagdogra Update: বাগডোগরায় ভয়াবহ দুর্ঘটনা, পথচলতি পুণ্যার্থীদের ৬ জনকে পিষে মারল বেপরোয়া গাড়ি।

Continues below advertisement

Bagdogra News: বাগডোগরায় ভয়াবহ দুর্ঘটনা, পথচলতি পুণ্যার্থীদের ৬ জনকে পিষে মারল বেপরোয়া গাড়ি। গুরুতর জখম আরও কয়েকজন পুণ্য়ার্থী। সকাল ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে।  দল বেঁধে বাগডোগরার মুনি চা বাগানের কাছে। জংলিবাবার শিবমন্দিরে জল ঢালতে যাচ্ছিল পুণ্যার্থীদের একটি দল। ২৭ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় পিছন দিক থেকে বেপরোয়া গতিতে এসে একটি গাড়ি পুণ্যার্থীদের ধাক্কা মারে। গাড়ির চালক ও আরোহীরাও পুজো দিয়ে ফিরছিলেন, সকলেই পলাতক।  

 

আরও খবর, 

আরজি কর হাসপাতালে কলকাতা পুলিশের গোয়েন্দা দল, তদন্তে কতটা অগ্রগতি? আরজি কর কাণ্ডে ভাইরাল অডিও পোস্ট কুণালের। এটা ইন্টার্নের কাজ, তার যথেষ্ট রাজনৈতিক ব্য়াকগ্রাউন্ড আছে , কাউকে আড়ালের চেষ্টা? ভাইরাল অডিও পোস্ট করে তদন্তের দাবি কুণাল ঘোষের ।    আরও খবর, কলকাতা পুলিশের বাইক নিয়ে দাপিয়ে বেড়ানো, নিয়ম বহির্ভূতভাবে পুলিশের ব্য়ারাকে থাকা, এমনকী ডিউটি না করা! আর জি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে উঠছে এমন মারাত্মক সব অভিযোগ। কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির ছত্রছায়ায় ছিল সঞ্জয়। সেই কারণেই কি এত দাপট? লাগামহীন বাড়বাড়ন্ত? উঠছে প্রশ্ন। আরজি কর কাণ্ডে বিস্ফোরক অভিযোগ মৃত চিকিৎসকের পরিবারের । 'কাউকে যে খুনের সুপারি দেওয়া হয়নি, তার কি গ্যারান্টি?' 'আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের ওপর সন্দেহ' । 'মেয়ের ওপর খুব চাপ ছিল, বাধার মুখে পড়তে হচ্ছিল' । 'অনেক ক্ষেত্রে চিকিৎসার কাজে বাধার মুখে পড়তে হচ্ছিল' । 'সিনিয়র ডাক্তারদের একাংশ অসহযোগিতা করত' । বিস্ফোরক অভিযোগ আরজি করের মৃত চিকিৎসকের পরিবারের ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram