Baghajatin Building Collapse: আরও হেলে পড়ছে বহুতল ! আতঙ্কিত বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির বাসিন্দারা
ABP ANANDA LIVE: বিপদ বাড়ছে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, আরও হেলে পড়ছে বহুতল। ফলে আশেপাশের বাসিন্দারা আতঙ্কিত। যে কোনও মুহূর্তে চারতলা বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। গতকাল থেকেই । বহুতল ভেঙে ফেলার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। পাশের বাড়ির মালিকের আশঙ্কা, তাঁর বাড়িও ক্ষতিগ্রস্ত হতে পারে। বহুতলের বাসিন্দাদের দাবি, ২০১৩ সালে ফ্ল্যাট হস্তান্তরের ৫-৬ বছর পর সমস্যা শুরু হয়। প্রোমোটার সম্প্রতি হরিয়ানার সংস্থার সঙ্গে যোগাযোগ করে বহুতল সোজা করার কাজ করাচ্ছিলেন। স্থানীয়দের দাবি, জলাজমি বুজিয়ে বহুতল তৈরির পাশাপাশি, পুরসভার অনুমতি ছাড়াই তিনতলা ফ্ল্যাটবাড়ি চারতলা করা হয়েছিল। সেই কারণেই বিপত্তি। পলাতক প্রোমোটার সুভাষ রায়, ফ্ল্যাটের মালিক এবং হরিয়ানার সংস্থার বিরুদ্ধে নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
কোর্টে থেকে ফেরার সময় এক আসামিকে ছিনতাই করে নিয়ে গেল দুষ্কৃতীরা
ফিল্মি কায়দায় পুলিশকে লক্ষ্য করে শ্যুটআউট। কোর্টে থেকে ফেরার সময় এক আসামিকে ছিনতাই করে নিয়ে গেল দুষ্কৃতীরা। বুধবারের ঘটনাস্থল, উত্তর দিনাজপুরের গোয়ালপোখর। স্থানীয় বাসিন্দাদের দাবি, পাঞ্জিপাড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর তখন সবেমাত্র এসে দাঁড়িয়েছে পুলিশের একটি প্রিজন ভ্যান। সূত্রের দাবি, দরজা খুলতেই নেমে আসেন দুই পুলিশ কর্মী ও একজন আসামি। আর তারা নামামাত্রই এলোপাথাড়ি গুলি চলতে শুরু করে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন দুই পুলিশ কর্মী। আর সেই সুযোগেই পালিয়ে যায় আসামি। তারপর রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা পুলিশকর্মীদের স্থানীয়দের সহায়তায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে।