Durga Pujo: যান্ত্রিক হাতে দেবীবরণ! বাগুইআটির পুজোয় এবারের মূল আকর্ষণ 'রোবট অন্নপূর্ণা'

Continues below advertisement

চিকিৎসা থেকে শিল্প, বিভিন্ন ক্ষেত্রে বাড়ছে রোবটের ব্যবহার। সাধারণ মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছে রোবটকে খাবার সার্ভ করতে । হাতে হাতে প্রয়োজনীয় জিনিস তুলে দিতে। এবার রোবট করবে ঠাকুর বরণও। এমনকী মণ্ডপে ঢোকার সময় দর্শকদের 'হাই-হ্যালো'ও করবে রোবটই। এ রোবটের নাম অন্নপূর্ণা । দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির পুজোয় এবারের মূল আকর্ষণই অন্নপূর্ণা। সঙ্গে অবশ্য রয়েছে আরও অনেক চমক ৷ এই মণ্ডপে রোবটই করবে দেবীবরণ। ইতিমধ্যেই হয়ে গিয়েছে তার অনুষ্ঠানিক ট্রায়াল। একটি ছোট  প্রতিমা রোবটকে দিয়ে বরণ করানো হয়েছে আগেই। এই বাংলায়  দেশীয় সংস্থা দ্বারা নির্মিত  এই রোবটের নাম অন্নপূর্ণা ৷ রোবটটি নাকি আবার কথা বলতে পারে ।কলকাতার স্টার্ট-আপ কোম্পানি থিঙ্ক এগেইন ল্যাব এই রোবটটি  তৈরি করে ইতিমধ্যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে প্রশংসা পেয়েছে। টেলিভিশনে জনপ্রিয় শোতে সকলের হাততালি কুড়িয়ে নিয়েছে। এবার পুজেয় তাই রোবটের কেরামতি দেখতে ঢুঁ মারুন বাগুইআটির এই পুজোয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram