Baguiati : টনসিল অপারেশনের পর রোগিণীর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে ধুন্ধুমার
Continues below advertisement
টনসিল অপারেশনের পর রোগিণীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল। বাগুইআটির অ্যাপেক্স নার্সিংহোমে গেট আটকে বিক্ষোভ দেখালেন মৃতের আত্মীয়রা। পরিবারের দাবি,দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা ১৯ বছরের মীনাক্ষী বৈরাগী সরকার গলা ব্যথার সমস্যা নিয়ে গত ২৫ জানুয়ারি নার্সিংহোমে ভর্তি হন। অভিযোগ, গতকাল টনসিল অপারেশনের পরে রোগিণীর অবস্থা খারাপ হতে শুরু করে। রাতে ICU-তে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়। অস্ত্রোপচারের পর রোগিণী সুস্থ রয়েছেন বলে জানান চিকিৎসক এবং ICU-তে নিয়ে যাওয়ার সময় নার্সিংহোমে কোনও চিকিৎসকই ছিলেন না বলে অভিযোগ করেছে মৃতের পরিবার। এই মৃত্যুর জন্য তাঁরা কোনওভাবেই দায়ী নন, প্রতিক্রিয়া নার্সিংহোম কর্তৃপক্ষের।
Continues below advertisement