Baharampur: বহরমপুরে ভর সন্ধ্যায় নারকীয় হত্যা, আততায়ী গ্রেফতার ।Bangla News
বহরমপুরে ভর সন্ধ্যায় নারকীয় হত্যা, আততায়ী গ্রেফতার। ছাত্রীকে পরপর ছুরির কোপ, মাটিতে লুটিয়ে পড়ার পরেও হামলা! সামশেরগঞ্জে ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছ থেকে গ্রেফতার। মালদার বাসিন্দা সুশান্ত চৌধুরীকে গ্রেফতার করল পুলিশ। আততায়ীর হাতে থাকা আগ্নেয়াস্ত্র নকল বলে সন্দেহ পুলিশের। বহরমপুর গার্লস কলেজের পদার্থবিদ্যার তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা চৌধুরী। ভর সন্ধ্যায় বহরমপুরে অস্ত্র হাতে নৃশংস তাণ্ডব, ছাত্রীকে কুপিয়ে খুন। অস্ত্র নিয়ে হামলাকারীর হুমকি, ভয়ে পিছিয়ে গেলেন প্রত্যক্ষদর্শীরা। মেস থেকে ছাত্রীকে ডেকে নিয়ে এসে হামলার অভিযোগ। প্রণয়ঘটিত কারণে ছাত্রীর উপরে হামলা, অনুমান স্থানীয়দের। নিহত ছাত্রী মালদার বাসিন্দা, আততায়ীও মালদার, সন্দেহ পুলিশের।
Tags :
Murshidabad ABP Ananda Bengali News ABP Ananda Digital Ajker Bangla Khabar Bengali News Bengali News Live Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Ananda Live এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Baharampur Student Murder বহরমপুরে খুন এবিপি আনন্দ