Manik Bhattachariya: ফের জামিনের আবেদন মানিক ভট্টাচার্যর, বিরোধিতা ইডির। Bangla News

Continues below advertisement

ফের জামিনের আবেদন মানিক ভট্টাচার্যর, বিরোধিতা ইডির। ‘অযোগ্য প্রার্থীদের চাকরি বিক্রি করা হয়েছে, এটা বিরাট দুর্নীতি’।‘২০১৪-র টেটের পর ৩২৫ জন।অযোগ্য প্রার্থীকে শিক্ষক পদে নিয়োগ’। ‘অযোগ্য প্রার্থীদের নিয়োগে মানিকের ভূমিকা কী, খতিয়ে দেখতে আরও জেরা প্রয়োজন’। ‘যাঁদের বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল, তাঁদেরও জিজ্ঞাসাবাদ করতে হবে’। আদালতে সওয়াল ইডির আইনজীবীর। ইডির নজরে মানিকের ছোটভাই, জামাই, জামাইয়ের বাবাও । ‘এই ৩ জন মানিকের অ্যাকাউন্ট যাবতীয় আর্থিক লেনদেন দেখতেন’ । ওই তিনজনের অ্যাকাউন্টেও বেআইনি আর্থিক লেনদেন হয়েছে, দাবি ইডির। ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০ কোটি ৭৩ লক্ষ টাকা নগদে নেন মানিক ভট্টাচার্য’। আদালতে তালিকা দিয়ে দাবি ইডির আইনজীবীর

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram