Naushad Siddiqui: জামিনের আর্জি খারিজ, ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে নৌশাদ | ABP Ananda Live

Naushad Siddiqui: জামিনের আর্জি (Bail plea) খারিজ, ফের পুলিশ হেফাজতে (Police Custody) নৌশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে ভাঙড়ের (Bhangar) আইএসএফ (ISF) বিধায়ক। নিউ মার্কেট (New Market) থানার আবেদনে সায় আদালতের, খারিজ জামিনের আর্জি। ধর্মতলাকাণ্ডে (Dharmatala Issue)হেয়ার স্ট্রিট থানার মামলায় খুনের চেষ্টার ধারায় চার্জশিট (Charge Sheet)। ধর্মতলাকাণ্ডে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় নৌশাদের বিরুদ্ধে চার্জশিট। পুলিশকে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় নৌশাদ-সহ ২০জনের বিরুদ্ধে চার্জশিট।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola