Sujaykrishna Bhadra : খারিজ জামিনের আবেদন, ১৪ দিনের ইডি হেফাজতে 'কালীঘাটের কাকু' | ABP Ananda LIVE
Sujaykrishna Bhadra : খারিজ হয়ে গেল জামিনের আবেদন। ১৪ দিনের ইডি হেফাজতে 'কালীঘাটের কাকু'। এদিন জোকা ইএসআই-তে দেড়ঘণ্টার বেশি সময় ধরে স্বাস্থ্যপরীক্ষা হয় সুজয়কৃষ্ণর। এরপর সুজয়কৃষ্ণকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্কশাল আদালতে। তাঁকে হেফাজতে চায় ইডি। দুপক্ষের সওয়াল জবাব শুনে ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়।