Ballygunge ByPoll: বাবুলের রোড শো থেকে অধীরের মিছিল, বালিগঞ্জে জমজমাট প্রচার।Bangla News
১২ এপ্রিল বালিগঞ্জে উপনির্বাচন। কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরীর সমর্থনে মিছিল করলেন অধীর চৌধুরী। ৬১ নম্বর ওয়ার্ডে রোড শো করলেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। প্রচার করেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের সমর্থনে প্রচার করেন বামেরাও।
Tags :
TMC BJP CPM Babul Supriyo ABP Ananda Bengali News ABP Ananda Digital Bangla News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ সিপিএম Ballygunge এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বিজেপি বাবুল সুপ্রিয় অধীর চৌধুরী সিপিএম Ballygunge BYPoll বালিগঞ্জ বালিগঞ্জ উপনির্বাচন Ballygungebupoll 2022