Ragging : 'মদ-গাঁজা খেয়ে গালিগালাজ থেকে মেসে খাবার বন্ধ করে দেওয়া', লাগাতার নির্যাতনের অভিযোগ বালিগঞ্জ সায়েন্স কলেজের ছাত্রের
যাদবপুর (Jadavpur), খড়গপুরের (Kharagpur) পর এবার কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অধীনস্থ বালিগঞ্জ সায়েন্স কলেজ (Ballygunge Science College)। ছাত্রের ওপর লাগাতার নির্যাতনের অভিযোগ উঠল বালিগঞ্জ সায়েন্স কলেজে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করলেও, তেমন কোনও সক্রিয় পদক্ষেপ করেনি পুলিশ, দাবি অভিযোগকারী ছাত্রের। মুখ খুললেন সদ্য প্রাক্তন এক পড়ুয়া। তাঁর দাবি, চার বছর ধরে লাগাতার তাঁর ওপর নির্যাতন হয়েছে। কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। যদিও, এই অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ।