Student Harrasment: বালিগঞ্জ টেকনোলজি হস্টেলে ছাত্রের ওপর লাগাতার নির্যাতনের অভিযোগ। ABP Ananda Live
বালিগঞ্জ টেকনোলজি হস্টেলে ছাত্রের ওপর লাগাতার নির্যাতনের অভিযোগ। 'অবশেষে তৎপর পুলিশ, হস্টেলে গিয়ে সুপারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ'। 'হস্টেলের রেজিস্টার বুকটিও নিয়ে গিয়েছে পুলিশ', জানাল অভিযোগকারী ছাত্র। অভিযোগ করার পরে পুলিশ এই তৎপরতা দেখালে আরও ভালো হত, প্রতিক্রিয়া অভিযোগকারী ছাত্রের। 'পুলিশি তদন্তের শেষের আগেই কীভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন র্যাগিং হয়নি ?', প্রশ্ন অভিযোগকারী ছাত্রের। 'অভিযুক্তরা শাসক দল ঘনিষ্ঠ বলেই আড়াল করার চেষ্টা ?' এবার কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মুখ খুললেন পড়ুয়া বিশ্বজিৎ হাজরা। ৭ জুলাই বালিগঞ্জ থানায় পড়ুয়ার তরফে অভিযোগ দায়ের করা হয়, ৮ জুলাই রুজু হয় এফআইআর। দেড় মাস পর গতকাল রেকর্ড করা হয় অভিযোগকারী পড়ুয়ার গোপন জবানবন্দি। ৪ বছর ধরে হস্টেলে নির্যাতনের শিকার, বিস্ফোরক অভিযোগ করেন বালিগঞ্জ সায়েন্স কলেজের পাস আউট পড়ুয়া বিশ্বজিৎ হাজরার। বারবার অভিযোগ করেও মেলেনি বিচার, নাম জড়ায় তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার