Balurghat Incident: ইঞ্জেকশন দেওয়ার পরেই বালুরঘাট জেলা হাসপাতালে অসুস্থ ৯ প্রসূতি!

ABP Ananda LIVE : ইঞ্জেকশন দেওয়ার পরেই বালুরঘাট জেলা হাসপাতালে অসুস্থ ৯ প্রসূতি! শুক্রবার রাতে প্রসূতিদের একটি ইঞ্জেকশন দেওয়া হয়। ইঞ্জেকশন দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন প্রসূতিরা। প্রসূতিদের মধ্যে কারও শ্বাসকষ্ট, কারও জ্বর, অভিযোগ পরিবারের। অভিযোগ পেয়ে রাতেই হাসপাতালে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। হাসপাতালে আসেন বালুরঘাট থানার আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী।বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে অসুস্থদের, CCU-তে ২জন: সূত্র। অসুস্থতার কারণ এখনও জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ, দাবি পরিবারের। 'সংশ্লিষ্ট ওষুধ, ইঞ্জেকশন ও স্যালাইন সংরক্ষণ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। সোমবার উচ্চ পর্যায়ের বৈঠকে গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। রাতেই তদন্ত কমিটি গঠন', জানালেন জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারিকের। ইঞ্জেকশনকাণ্ডের প্রতিবাদে সুপারের ঘরে বাম-বিজেপির বিক্ষোভ

 

TMC 21st July: ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশ, প্রস্তুতি তুঙ্গে

২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশ, প্রস্তুতি তুঙ্গে। ২১ জুলাই যানজট নিয়ে হাইকোর্ট প্রশ্নের পর পথে পুলিশ। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিদর্শনে CP। গড়িয়া থেকে ঠাকুরপুকুর, বিভিন্ন এলাকার ট্রাফিক গার্ডের সঙ্গে কথা CP-র। জেলা থেকে কলকাতার পথে তৃণমূল কর্মী-সমর্থকরা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola