Bamongola: হতশ্রী রাস্তা, 'অ্যাম্বুল্যান্স' খাটিয়া! রাস্তার জন্য বিধায়কের পায়ে পড়ে আর্জি গ্রামবাসীদের | ABP Ananda LIVE
হতশ্রী রাস্তা, 'অ্যাম্বুল্যান্স' খাটিয়া! পথেই মৃত্যু রোগিণীর, বিধায়কের পায়ে পড়ে আর্জি গ্রামবাসীদের। রাস্তার জন্য বিধায়কের পা জড়িয়ে ধরে কাতর আর্জি গ্রামবাসীদের। বামনগোলার মৃত গৃহবধূর বাড়িতে যান তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সী। তৃণমূল বিধায়কের পা জড়িয়ে ধরে রাস্তার জন্য কাতর আবেদন জানান গ্রামবাসীরা। খারাপ রাস্তায় অ্যাম্বুল্যান্স না ঢোকায় খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় গৃহবধূর। গতকাল বামনগোলায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু।