Nadia BJP inner clash: ভোটে ধাক্কা বঙ্গ বিজেপির, নদিয়ায় প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ভোটে ধাক্কা বঙ্গ বিজেপির, নদিয়ায় প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল । নদিয়া উত্তরের বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাসের অপসারণ দাবি । নদিয়া জেলা বিজেপি অফিসে বিক্ষোভ কর্মী-সমর্থকদের  । চেয়ার টেবিল উল্টে তালা লাগিয়ে বিক্ষোভ । 'অর্জুন বিশ্বাস টাকা নয় ছয় করে বিজেপি প্রার্থী অমৃতা রায়কে হারিয়েছেন' । অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপি কর্মীদের

বাংলায় সবুজ ঝড়ের পর কেন্দ্রে শপথ নিতে চলা বিজেপি-কে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি লোকসভা নির্বাচনে একার জোরে যে আসন পেয়েছে, তা দিয়ে সরকার চালানো যায় না, তিনি হলে ক্ষমতায় বসতেন না বলে জানালেন তৃণমূলনেত্রী। বেআইনি ভাবে বিজেপি কেন্দ্রে সরকার গড়ছে বলে অভিযোগ করেন মমতা। দল ভাঙানো নিয়েও এদিন মমতা বিজেপি-কে আক্রমণ করেন তিনি।

শনিবার কালীঘাটে বিজয়ী তৃণমূল সাংসদ, জেলা সভাপতি এবং নেতাদের নিয়ে বৈঠক করেন মমতা। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "সব সাংসদদের বলব, নিজের নিজের দলকে মজবুত করুন। আবারও দল ভাঙানোর চেষ্টা শুরু করেছে। ওদের বুঝতে হবে, দল ভাঙানোর কাজ ঠিক নয়। এভাবে চললে, নিজের দলই ভেঙে যাবে। আমরা ভাঙব না, ভিতর থেকেই ঘুণ ধরবে। দলের ভিতরে আপনাদের সকলে খুশি নয়। সেটা বোঝা যাচ্ছে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola