Bangla News: কেন থমকে ছাতনা-মুকুটমণিপুর রেল প্রকল্প? খতিয়ে দেখতে গেলেন সুভাষ সরকার

Continues below advertisement

রেলপথে জুড়বে ছাতনা-মুকুটমণিপুর। ১৯৯৯ সালে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যেপাধ্যায়ের ঘোষণায় আশার আলো দেখেছিলেন বাঁকুড়াবাসী। রেললাইন হলে প্রসার ঘটবে বাঁকুড়ার পর্যটন শিল্পের, তেমনটাই ছিল আশা। ২০০৫-০৬ সালে রেললাইন পাতার জন্য জমি অধিগ্রহণও শুরু হয়। কিন্তু মাঝপথেই থমকে যায় কাজ। যেখানে এতদিনে ট্রেন ছোটার কথা ছিল, সেখানেই আজ মেঠো পথ। ধূ-ধূ প্রান্তর। কিন্তু কেন এই অবস্থা? তা খতিয়ে দেখতে এদিন বাঁকুড়া ১ নম্বর ব্লকের পচিরডাঙায় গেছিলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। কথা বললেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। সাংসদের বক্তব্য, রেলের তরফে তিনি এ নিয়ে চিঠি পেয়েছেন। এখনও বেশ কিছু জমি অধিগ্রহণ বাকি। কাজ থমকে থাকায় বর্তমান রাজ্য সরকারের দিকেই আঙুল তুলেছেন সাংসদ। তবে প্রয়োজনে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলতে রাজি বলে জানিয়েছেন। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, প্রকল্পের জন্য বাজেট বরাদ্দ করছে না কেন্দ্র।

রেল প্রকল্প থমকে থাকায়, হতাশ স্থানীয় বাসিন্দারা।

এই পরিস্থিতিতে কবে ছুটবে ট্রেন, সেই অপেক্ষায় রয়েছেন সবাই।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram