Bangladesh Chaos: ঢাকায় ছাত্রদের মার্চ ফর ইউনিটিতে উঠল ভারত-বিরোধী স্লোগান! ABP Ananda Live
ABP Ananda LIVE: বিদ্বেষের দেশ বাংলাদেশে ফের ভারত-বিরোধী স্লোগান! স্বাধীনতার ইতিহাস ভুলে বিশ্বাসঘাতক বাংলাদেশ! । ঢাকায় ছাত্রদের মার্চ ফর ইউনিটিতে উঠল ভারত-বিরোধী স্লোগান!
নতুন বছরে জমজমাট বেলুড়মঠ। ইংরেজি নববর্ষের প্রথম দিনে দক্ষিণেশ্বরের পাশাপাশি বেলুড়মঠেও প্রচুর মানুষের সমাগম। আজকের দিনে কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। আর সেই বিশেষ দিনটিকে কেন্দ্র করে মেতে উঠেছে ভক্ত সহ অসংখ্য সাধারণ মানুষ।
এদিন দক্ষিণেশ্বর, মায়ের বাড়ি তো বটেই বেলুড়মঠে প্রচুর মানুষের সমাগম হয়। সকাল থেকেই দূর দূরান্ত থেকে হাজির অসংখ্য মানুষ। কেউ এসেছে সপরিবারে, কেউবা একা বা বন্ধুর সাথে। মন্দিরে মন্দিরে ঠাকুর দর্শন, বেলুড় মঠ চত্বরে, গঙ্গার পাড়ে চুটিয়ে আড্ডা এবং প্রসাদগ্রহণ । সব মিলিয়ে বছরের প্রথম দিনের বেলুড় মঠের চিত্রটা একটু অন্যরকম।
Tags :
Clashes Bangladesh Bengali News Live - Bengali News Bangladesh News Chinmoy Prabhu Chinmay Krishna Prabhu External Affairs Minister