Dilip Ghosh: জলপাইগুড়ির রাজগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ মিছিল দিলীপ ঘোষের
ABP Ananda Live:জলপাইগুড়ির রাজগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ মিছিল দিলীপ ঘোষের। সীমান্ত এলাকায় BSF-এর অবস্থা খতিয়ে দেখলেন তিনি। কথা বললেন সীমান্ত রক্ষীদের সঙ্গে। 'প্রশ্ন হচ্ছে ওপার বাংলায়। ওপারে যে অত্যাচার হচ্ছে সেটার দুঃখ-কষ্ট আমার মনের মধ্যে আছে', বললেন দিলীপ ঘোষ।
টালিগঞ্জের গ্রাহামস্ রোড থেকে অজ্ঞাতপরিচয় মহিলার কাটা মুন্ডু উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। একটি বহুতলের পিছনের ভ্যাটে মুন্ডুটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। প্লাস্টিকের ব্যাগে মোড়া ছিল মাথাটি। কাটা মুন্ডু উদ্ধার করেছে গল্ফগ্রিন থানার পুলিশ। দেহের বাকি অংশের খোঁজে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। মৃতের পরিচয় জানারও চেষ্টা চলছে।
খাস কলকাতার বুকে হাড়হিম করা ঘটনা। শুক্রবার সকালে টালিগঞ্জের গ্রাহামস্ রোডের উপরে ভয়াবহ দৃশ্য দেখলেন স্থানীয় বাসিন্দারা। একটি বহুতলের পিছনের ভ্যাটে পড়ে ছিল অজ্ঞাত পরিচয় যুবতীর কাটা মাথা। প্লাস্টিকে মোড়া সেই মাথা দেখতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ খবর পেয়ে এসে মাথা উদ্ধার করে। সূত্রের খবর, ক্ষত তাজা ছিল। ১২ ঘণ্টার মধ্যে সম্ভবত যুবতীতে খুন করা হয়। তাজা রক্তের দাগ রয়েছে।