Bangladesh MP Anwarul Azim: চিকিৎসা করাতে এসে খুন সাংসদ, কলকাতা আর বাংলাদেশের পুলিশ মিলিতভাবে করছে তদন্ত

Continues below advertisement

কলকাতায় চিকিৎসা করাতে এসে খুন বাংলাদেশের সাংসদ( Bangladesh MP Murder ) ।  ১২ মে ভারতে আসেন বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিম। ৯ দিন ধরে নিখোঁজ ছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিম। বাংলাদেশ পুলিশ ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে করেছে বলে খবর। খুনের কথা স্বীকার করেছেন ধৃতরা, খবর বাংলাদেশ পুলিশ সূত্রের। বাংলাদেশের পুলিশ ও ভারতের পুলিশ সমন্বয় করেই এই ঘটনার তদন্ত করেছে। কলকাতায় চিকিৎসা করাতে এসে ৯ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। পুলিশ তাঁর খোঁজখবর চালাচ্ছিলই, ৯ পর অবশেষে বাংলাদেশের সাংসদ খুন হয়েছেন, বলে নিশ্চিত হয় পুলিশ। বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিমের গাড়ি আগেই উদ্ধার করেছিল নিউটাউন থানার পুলিশ। বেশ কয়েকদিন ধরেই ঘটনার তদন্ত চালানো হচ্ছিল । ঘটনায় জড়িত সন্দেহে মোট ৩ সন্দেহভাজনকে আগেই আটক করা হয়েছিল।  তাঁদের বয়ানের সূত্র ধরেই বাংলাদেশের সাংসদের রহস্যজনক অন্তর্ধান-তদন্তে বুধবার নিউটাউনের একটি আবাসনে তল্লাশি চালায় বিধাননগর কমিশনারেটের পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram