Bangladesh MP Murder: বাংলাদেশের সাংসদ খুনের রহস্যভেদ করতে এবার DNA টেস্ট? ABP Ananda Live
ABP Ananda Live: বাংলাদেশের সাংসদ খুনের রহস্যভেদ করতে এবার ডিএনএ টেস্টের পথে হাঁটছে সিআইডি (CIB)। নিহত সাংসদের কন্যার থেকে সংগ্রহ করা হবে নমুনা। এর পাশাপাশি, ফরেন্সিক রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন গোয়েন্দারা।
বাংলাদেশে সাংসদ খুনের রহস্যভেদ কবে হবে? নিউটাউনের আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে যে দেহাংশ মিলেছে তা কি বাংলাদেশের সাংসদেরই? নিশ্চিত হতে এবার DNA টেস্টের তোড়জোড় শুরু করা হয়েছে সিআইডির তরফে। বাংলাদেশ থেকে দু-তিনদিনের মধ্যেই, ডিএনএ টেস্টের নমুনা দিতে কলকাতায় আসবেন নিহত সাংসদের কন্যা। যত তাড়াতাড়ি সম্ভব, উদ্ধার হওয়া দেহাংশের ফরেন্সিক রিপোর্ট হাতে পেতে চাইছে CID। এর পাশাপাশি, বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ার-উল-আজিম খুনে, সিয়ান নামে আরেক অভিযুক্তকে হাতের নাগালে পাওয়ার চেষ্টা করছে সিআইডি। উত্তরপ্রদেশ হয়ে নেপালে পালিয়ে গেছে সিয়ান। বাংলাদেশ সরকারের তরফে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে নেপাল পুলিশের সঙ্গে।