Bangladesh MP Murder: জাল পাসপোর্ট নিয়ে ভারতে এসেছিল বাংলাদেশের সাংসদ খুনের অন্যতম চক্রী, দাবি CID-র | ABP Ananda LIVE

Continues below advertisement

জাল পাসপোর্ট নিয়ে ভারতে এসেছিল বাংলাদেশের সাংসদ খুনের অন্যতম চক্রী আমানুল্লা, দাবি সিআইডি-র। পুলিশ সূত্রে খবর, ঢাকা পুলিশের হাতে ধৃত এই আমানুল্লাই সাংসদকে খুনের জন্য লোক নিয়োগ করেছিল। পুুলিশ সূত্রে খবর, বাংলাদেশের সাংসদের বাল্যবন্ধু মার্কিন নাগরিক আখতারুজ্জামানই খুনের মাস্টারমাইন্ড। এদিন নিউটাউনের আবাসনের ফ্ল্যাটে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান হারুন-উর-রশিদ। ভিডিও কলে কথা বলেন বাংলাদেশে ধৃত আমানুল্লার সঙ্গে। তারপর ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় যান বাংলাদেশের গোয়েন্দা প্রধান। বাংলাদেশের সাংসদকে খুন করে এখানেই দেহ বা দেহাংশ ফেলা হয় বলে অনুমান পুলিশের। 

 

রেমালের জের। হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রাম পঞ্চায়েতের কুমিরমারি গ্রামে ডাসা নদীর বাঁধের বেশ কয়েক জায়গায় ফাটল দেখা দেয়। সকাল থেকে বাঁধ মেরামতির কাজ চলছে। গ্রামবাসীদের অভিযোগ, আয়লা থেকে আমফান, বারবার ক্ষতিগ্রস্ত হয় দুর্বল নদী বাঁধ। বারবার স্থায়ী বাঁধ তৈরির আবেদন জানিয়েও কাজ হয়নি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram