Bangladesh News: জেলবন্দি সন্ন্যাসীর দ্রুত মুক্তির দাবি জানিয়ে পেট্রাপোল সীমান্তে প্রতিবাদ কর্মসূচি | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: জেলবন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের দ্রুত মুক্তি ও হিন্দুদের ওপর অত্যাচার বন্ধের দাবি জানিয়ে সোমবার পেট্রাপোল সীমান্তের কাছে প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন বিরোধী দলনেতা। পেট্রাপোল সীমান্তের নিকটবর্তী একটি মাঠে অরাজনৈতিক ব্যানারে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ উত্তর ২৪ পরগনার অন্যান্য বিজেপি বিধায়করা। আজ পেট্রাপোল সীমান্তে সন্ন্যাসীদের জমায়েতের ডাক দিয়েছে সনাতনি সমাজের সংগঠন অখিল ভারতীয় সন্ত সমিতিও। বাংলাদেশে হিনদুদের ওপর ক্রমবর্ধমান অত্যাচারের ঘটনায় কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ দাবি করেছেন অযোধ্যা রামমন্দিরের মুখ্য পূজারি সত্যেন্দ্র দাস

আরও খবর..

৮ দিন ধরে জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। আগামীকাল রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাঁর জামিন-মামলার শুনানি হবে চট্টগ্রাম আদালতে। গত সোমবার ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করে চট্টগ্রাম পুলিশ। এখনও পর্যন্ত বাংলাদেশে গ্রেফতার হয়েছেন ৫ জন। চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে ওপার বাংলায় বিক্ষোভ দেখাচ্ছেন সংখ্যালঘুরা। তার আঁচ এপার বাংলাতেও। এই আবহেই আগামীকাল চিন্ময়কৃষ্ণর জামিন-মামলার শুনানি রয়েছে। জামিন পাবেন ইসকনের সন্ন্যাসী? উত্তরের অপেক্ষায় গোটা বিশ্ব। 

ওপার বাংলায় নিপীড়িত হিন্দুরা। এপার বাংলায় জোরদার হচ্ছে প্রতিবাদ। আজ জেলায় জেলায় প্রতিবাদ মিছিল ও সভা করল বিভিন্ন হিন্দু সংগঠন। কোথাও সামিল হল বিজেপিও। দিল্লিতে প্রতিবাদ করুন। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের নতুন নুতন অভিযোগ আসতেই থাকছে। যার বিরুদ্ধে এপার বাংলাতেও প্রতিবাদ জোরালো হচ্ছে। রবিবার জেলায় জেলায় মিছিল ও সভা করে বিভিন্ন হিন্দু সংগঠন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram