Bangladesh: 'দরদ বেশি হলে হাসিনাকে ভারতের মুখ্যমন্ত্রী বানান', ফের ভারতকে নিশানা BNP নেতার | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: "দরদ বেশি হলে হাসিনাকে ভারতের মুখ্যমন্ত্রী বানান । হাসিনা মোদিকে শেখাবেন কীভাবে ভোট করাতে হয়" । ফের ভারতকে নিশানা করলেন খালেদা জিয়ার দলের আরও এক নেতা । টপতিত স্বৈরাচারী শেখ হাসিনার জন্য প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর অনেক দরদ...' । ফের BNP-র নিশানায় ভারত । 

আরও খবর..

সন্দীপ-অভিজিতের জামিনের খবরে কান্নায় ভেঙে পড়েছিলেন আর জি কর মেডিক্যালে নির্যাতিতার বাবা-মা। ২৪ ঘণ্টার মধ্যে ফের চোয়াল শক্ত করে লড়াইয়ের তোড়জোড়। আইনজীবী বৃন্দা গ্রোভারের পরিবর্তে নতুন আইনজীবীদের সঙ্গে কথা। 'আশা হারালে চলবে না, বিচার ছিনিয়ে আনতেই হবে। মেয়ে সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠছিলেন বলেই তাঁকে সরিয়ে দেওয়া হল। সিবিআই কী করছে জানি না, আইনি লড়াই চালিয়ে যেতে হবে', সন্দীপ-অভিজিতের জামিনের ২৪ ঘণ্টা পর প্রতিক্রিয়া নিহত চিকিৎসকের বাবা-মায়ের। 

আর জি কর-কাণ্ডে সন্দীপ-অভিজিতের জামিন, CBI-এর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে ফের পথে চিকিৎসকরা। দুপুর ৩টেয় রানি রাসমণি অ্যাভিনিউয়ে প্রতিবাদী গণ জমায়েতের ডাক অভয়া মঞ্চর। চার্জশিট না দিতে পারায় আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ ও টালা থানার প্রাক্তন ওসি-র জামিন। কাল প্রতিবাদে ফের পথে নামছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola