Bangladesh:'বাংলাদেশে হিংসা বন্ধ হোক এই কথা কি আমরা বলতে পারি না?' মমতা কে কটাক্ষ করে মন্তব্য অধীরের
ABP Ananda Live: 'আপনাকে বিদেশের রাজনীতিতে কেউ হস্তক্ষেপ করতে বলেনি , ওটা আপনার ক্ষমতা নেই। পশ্চিমবঙ্গের একজন বাঙালি হিসাবে বাংলাদেশের যে হিংসার পরিস্থিতি চলছে সেই হিংসাকে থামানোর জন্য আপনি চেষ্টা করুন এটা বলা মানে এটা নয় যে আমি বিদেশী কোনও বিষয়ে হস্তক্ষেপ করা। আমরা প্যালেস্টাইন নিয়ে বলি না ? আমরা বলিনি যে প্যালেস্টাইনে যুদ্ধ বন্ধ হোক? বাংলাদেশে হিংসা বন্ধ হোক এই কথা কি আমরা বলতে পারি না?', মমতা কে কটাক্ষ করে মন্তব্য অধীরের।
আরও খবর, বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি (Chinmay Krishna Arrested) ঘিরে উত্তপ্ত বাংলাদেশ (Bangladesh Violence)। বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে সরব বঙ্গীয় হিন্দু জাগরণ। হিন্দু সন্ন্যাসীর মুক্তির দাবিতে, কলকাতায় গর্জে ওঠে সনাতনী সমাজ। এদিকে আজ কলকাতায় সনাতনী সমাজের মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এদিকে এই প্রতিবাদ মিছিলের মাঝেই বিস্ফোরক তৃণমূল নেতা কুণাল ঘোষ।