Bangladesh: 'সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিয়ে আলোচনায় বসুন', এক্স হ্য়ান্ডলে পোস্ট মার্কিন অভিনেত্রীর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: প্রায় ৬ দশকের পুরনো সংস্থা, বিশ্বজুড়ে দীক্ষিতের সংখ্যাই ১০ লক্ষ! এশিয়া, ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন দেশে ইসকনের কয়েকশো শাখা । সারা বিশ্বে বহু সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ইসকন । সেই ইসকনকেই এবার মৌলবাদী সংগঠন তকমা লাগিয়ে নিষিদ্ধ করার দাবি উঠল বাংলাদেশে । জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা ও সাম্প্রদায়িক অস্থিরতা উসকে দেওয়ার অভিযোগ তুলে আদালতে রিট পিটিশন । সন্ন্যাসীর গ্রেফতারির কড়া সমালোচনা করে তদারকি রাষ্ট্রপতি জো বাইডেনের হস্তক্ষেপ চেয়েছেন প্রবাসী ভারতীয়রা । 'বাংলাদেশে চরমপন্থীরা হিন্দু ও সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিয়ে আলোচনায় বসুন বিশ্ব নেতারা' । এক্স হ্য়ান্ডলে পোস্ট মার্কিন অভিনেত্রী-গায়িকা মেরি মিলিবেনের
আরও খবর..
মেটিয়াবুরুজে বেআইনি বাড়ির একাংশ ভাঙতে পুরকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠল ১৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ওয়াসিম আনসারির বিরুদ্ধে। ভিডিও দেখিয়ে প্রতিবাদে সরব হয়েছে কলকাতা পুরসভার এমপ্লয়িজ ইউনিয়ন। কাউন্সিলর এমনটা করে থাকলে অন্য়ায় করেছেন।প্রতিক্রিয়া মেয়র ফিরহাদ হাকিমের। কটাক্ষ করেছে বিজেপি।
বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধানকে, পঞ্চায়েত অফিসে আটকে রেখে বিক্ষোভ দেখাল তৃণমূলের নেতা-কর্মীরা। বিজেপি প্রধানের বিরুদ্ধে তোলা হল চোর স্লোগান। এলাকায় সরকারি ত্রিপল বিতরণ নিয়ে হিসেব না দিতে পারায় অবস্থান বিক্ষোভ বলে দাবি তৃণমূলের। পাল্টা তৃণমূল কর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধান।