Bangladesh News : সীমান্তে উস্কানির মধ্যেই ফের পাকড়াও অনুপ্রবেশকারী। ABP Ananda LIVE

ABP Ananda Live: সীমান্তে উস্কানির মধ্যেই ফের পাকড়াও অনুপ্রবেশকারী। পাকড়াও ১২ জন বাংলাদেশি ও ২ জন রোহিঙ্গা। উত্তর ২৪ পরগনা ও নদিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ। চোরাচালানের সময় গ্রেফতার আরও ১ বাংলাদেশি। 

কোচবিহারের মেখলিগঞ্জে ভারতীয় ভূখণ্ডেই ঠিকানা বাংলাদেশের লালমণিরহাট জেলার পাটগ্রাম উপজেলা

কোচবিহারের মেখলিগঞ্জে ভারতীয় ভূখণ্ডেই ঠিকানা বাংলাদেশের লালমণিরহাট জেলার পাটগ্রাম উপজেলা। কিন্তু দহগ্রাম অঙ্গারপোতা গ্রামের ভৌগলিক অবস্থান ভারতীয় ভূখণ্ডে। বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে এই দুটি গ্রামকে জুড়তে ’৯২ সালে চালু করা হয় তিন বিঘা করিডর। মেখলিগঞ্জের বাসিন্দাদের অভিযোগ, এখানে খোলা সীমান্তের সুযোগ নিয়ে গরু থেকে শুরু করে সব কিছু অবাধে পাচার হয়। ঢুকে পড়ে দুষ্কৃতীরাও। বাংলাদেশ থেকে এসে এপার থেকে গরু নিয়ে তিন বিঘা করিডর ধরে সহজেই ওপারে চলে যায় পাচারকারীরা। BSF-এর পক্ষে। কাঁটাতারহীন বিশাল সীমান্ত এলাকায় নজরদারি চালানো কার্যত অসম্ভব বলেই মনে করছেন গ্রামবাসীরা। দ্রুত এই এলাকায় কাঁটাতারের বেড়া তৈরির দাবি জানিয়েছেন তাঁরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola