Bangladesh: 'ইসলাম কখনই অন্য কোনও ধর্মের প্রতি অবিচারের কথা বলে না', কড়া বার্তা সৈয়দ আহমেদ বুখারির | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বাংলাদেশে টার্গেট হিন্দুরা, ইউনূস সরকারকে কড়া বার্তা দিল্লির জামা মসজিদের শাহি ইমামের ।'বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা নিন্দনীয়' । 'হিন্দুদের ওপর অত্যাচার বন্ধে অবিলম্বে পদক্ষেপ করুক ইউনূস সরকার' । 'হিন্দুদের ওপর অবিচার রুখতে ব্যবস্থা নিন শান্তিতে নোবেলজয়ী মহম্মদ ইউনূস' । ইসলাম কখনই অন্য কোনও ধর্মের প্রতি অবিচারের কথা বলে না' । 'অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা বন্ধ হওয়া উচিত । কড়া বার্তা দিল্লির জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারির
আরও খবর...
হিন্দু নির্যাতনকে 'গল্প-উপন্যাস' আখ্যা দিয়ে সর্বদল বৈঠকে ইউনূস সরকার! হিন্দু-সুরক্ষার কথা না বলেই অত্যাচারকে 'গল্প-উপন্যাস' বলে দাবি ইউনূস সরকারের। আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে বিক্ষোভ নিয়ে সর্বদল বৈঠকে আলোচনা। হামলা রুখতে নয়, প্রতিবাদের বিরোধিতায় সক্রিয় বাংলাদেশ সরকার। আওয়ামি লিগ ছাড়া ইউনূসের ডাকা সর্বদল বৈঠকে হাজির বাংলাদেশের সব রাজনৈতিক দল।
বাংলাদেশ হিন্দুদের উপর হামলা (Bangladesh Violence), ডেপুটি হাই কমিশনে সনাতনী সমাজ। বাংলাদেশের আক্রান্ত হিন্দুরা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কার্তিক মহারাজ (Kartik Maharaj )।
বাংলাদেশে হিন্দুদের ওপর দিন দিন অত্যাচার বাড়ছে। শান্তি ফেরার নামই নেই।কার্তিক মহারাজ বলেছেন,'বাংলাদেশে রোজ হিন্দুদের ওপর হামলা, একের পর এক মন্দির ভাঙচুর। হিন্দুদের ওপর অত্যাচার বন্ধে ইউনূস সরকারকে (Muhammad Yunus Government ) সতর্ক করুন নরেন্দ্র মোদি PM Modi)', বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের ভারতে আশ্রয় দেওয়া হোক, দাবি কার্তিক