Bangladesh News: বাংলাদেশের ঘটনার প্রতিবাদে কলকাতায় প্রতিবাদ মিছিলে হাঁটলেন শুভেন্দু
Continues below advertisement
Suvendu Adhikari: বাংলাদেশের ঘটনার প্রতিবাদে হাইকোর্টের অনুমতিতে কলকাতায় মিছিল কলকাতায় মিছিলে হাঁটলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিলে জনজোয়ার।
'আপনাদের লড়াইকে আমি কুর্নিশ জানাই'। 'মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পাহাড়ে যাওয়ার কোনও পরিকল্পনা ছিল না'। 'আপনাদের ভয়ে ব্যাগ গুছিয়ে পাহাড়ে পালিয়েছেন'। 'কারও দয়ায় আপনারা এখানে ধর্না-অবস্থান করছেন না'। 'হাইকোর্টের অনুমতিতে আপনারা এখানে অবস্থান করছেন'। 'সরকারের তরফে মুখ্যসচিবের আপনাদের থেকে ডেপুটেশন নেওয়ার কথা'। 'মুখ্যসচিব না নিলে আর কারও কাছে ডেপুটেশন দেবেন না'। 'মমতা বন্দ্যোপাধ্য়ায় কাউকে চাকরি দিতে পারবেন না'। 'চাকরির বেতনের টাকায় ভোটের জন্য লক্ষ্মীর ভাণ্ডার দেবেন'। 'বাংলায় যতক্ষণ মমতা থাকবেন, একটাও নিয়োগ হবে না'। 'রাজ্যে ৬ লক্ষ স্থায়ী পদ অবলুপ্ত করেছে তৃণমূল সরকার'।
Continues below advertisement