Bangladesh News: সীমান্তে উস্কানি অব্যাহত, গতকালের পর আজ থমথমে সুখদেবপুর

Bangladesh: ত্রিপুরার পর মালদা, সীমান্তে ফের আক্রান্ত BSF! সীমান্তের ওপার থেকে BSF-কে বোমা, পাথর! লাগাতার যুদ্ধের জিগির তোলা বাংলাদেশিদের হামলা! সীমান্তের ওপার থেকে বোমা-পাথর, আহত ২ BSF জওয়ান । সীমান্ত পেরিয়ে এপারে ঢুকে ওপারের কট্টরপন্থীদের হামলা । BSF-এর তাড়ায় পালাল বাংলাদেশিরা লাগাতার হিন্দুদের উপর হামলা, মৌলবাদীদের যুদ্ধের জিগির! । সীমান্তে ইউনূস সরকারের মহড়া, উস্কানির মধ্যেই আক্রান্ত ভারত!

 

‘আমরা CBI চাইনি, রবিবার কেন হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের?’ একাধিক প্রশ্ন RG করের নির্যাতিতার পরিবারের

 

 

পুলিশের তদন্তে আস্থা নেই বলে গোড়া থেকেই জানিয়ে আসছিলেন। পরবর্তীতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)-এর তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন। রাত পোহালেই যখন আর জি কর মামলায় সাজা ঘোষণা, তার আগে নির্যাতিতার মা-বাবা জানালেন, তাঁরা CBI তদন্ত চানইনি। বরং ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চেয়েছিলেন তাঁরা। পুলিশ এবং CBI-দু’পক্ষই তদন্তে গাফিলতি করেছে বলে দাবি তাঁদের। (RG Kar Case Verdict)

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola