ABP News

Bangladesh News: ইউনূস সরকারের বিদেশ বিষয়ক উপদেষ্টার গলায় পাকিস্তানের সঙ্গে সখ্য় বাড়ানোর বার্তা ? | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: একদিকে ভারত-বিদ্বেষ অন্য়দিকে পাকিস্তানের সঙ্গে সখ্য়। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর থেকে, এই পথেই হাঁটছে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এবার মৌলবাদীরা বঙ্গবনধুর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর, ইউনূস সরকারের বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের কথাতেও পাকিস্তানের সঙ্গে সখ্য় বাড়ানোর বার্তা কার্যত পরিষ্কার। তিনি বলেন, ভারতের সাথে সম্পর্কে অস্বস্তি তো একটা সৃষ্টি হয়েছেই। পাকিস্তানের সঙ্গে আলাদা করে সেই সম্পর্ক খারাপ করার কোনও মানে নেই। বুধবার রাতে ধানমণ্ডিতে বঙ্গবনধু এবং শেখ হাসিনার বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর, ডিফেন্স পাকিস্তান নামে একটা সোশাল মিডিয়া পেজে উল্লাস প্রকাশ করা হয়। লেখা হয়, বাংলাদেশের বিপ্লবীরা গুঁড়িয়ে দিল ৩২ ধানমন্ডির মুজবর রহমানের বাড়ি। এটা পাকিস্তানি সেনার অফিশিয়াল অ্য়াকাউন্ট নয়। কিনতু, এই পোস্ট বুঝিয়ে দিচ্ছে, বাংলাদেশের নৈরাজ্য়ে, বঙ্গবনধুর সমৃতি মুছে যাওয়ায়, মৌলবাদীরা ঠিক কতটা খুশি

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram