Bangladesh News: বারবার আস্তানা পাল্টেছেন ধৃত বাংলাদেশের নাগরিক ! কী উদ্দেশ্যে ঠিকানা বদল? | ABP ANANDA LIVE
ABP ANANDA LIVE: পার্ক স্ট্রিট এলাকা থেকে ধৃত বাংলাদেশের নাগরিকেরও বারাসাত-যোগ। পুলিশের দাবি, ধৃত আবিদুর রহমানের কাছে মিলেছে জাল আধার ও প্যান কার্ড। জাল নথি তৈরি হয়েছিল বারাসাত থেকে। আধার কার্ডে ঠিকানা ছিল মধ্যমগ্রাম। পুলিশের দাবি, গত একবছর কলকাতায় ছিলেন বাংলাদেশের নাগরিক আবিদুর। কিন্তু বারবার আস্তানা পাল্টেছেন। কী উদ্দেশ্যে ঠিকানা বদল? খতিয়ে দেখছে পুলিশ।
আরও খবর...
খানাকুলে এবার বাংলা আবাস যোজনার টাকা থেকে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত । বিজেপি-র গ্রাম পঞ্চায়েত সদস্যা এবং তাঁর স্বামীর বিরুদ্ধে। যদিও অভিযোগ খারিজ করে দিয়েছেন বিজেপি পঞ্চায়েত সদস্য়া। ঘটনায় কটাক্ষ করতে দেরি করেনি তৃণমূল। এতদিন শাসকদলের নেতাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। সেই নিয়ে কড়া আক্রমণ করতে দেখা গিয়েছে বিজেপি-কে। এবার তাদের নেত্রীর বিরুদ্ধেই কাটমানি নেওয়ার অভিযোগ। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।