Nadia News: কৃষ্ণগঞ্জে হদিশ মিলল বাঙ্কারের, প্রজাতন্ত্র দিবসের আগে উদ্বেগ

Nadia News: নদিয়ার কৃষ্ণগঞ্জে সীমান্তের কাছে ভারতীয় ভূখণ্ডে হদিশ বাঙ্কারের! মাটি খুঁড়ে বাঙ্কার উদ্ধারের পর মিলল নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিলের রাশি রাশি বোতল। একটি অর্ধসমাপ্ত বাঙ্কারেরও হদিশ মিলেছে। মাজদিয়ায় কলেজের সামনে আম বাগানে অভিযান চালায় BSF। অনুমান, বাংলাদেশে পাচারের জন্য কাফ সিরাপগুলি মজুত করা হয়েছিল। সীমান্তে নজরদারি বাড়ায় গোপনে মাটি খুঁড়ে বাঙ্কার তৈরি করেছিল পাচারকারীরা।

স্যালাইনকাণ্ডে এফআইআরে নাম থাকা ২ চিকিৎসককে ভবানীভবনে জিজ্ঞাসাবাদ সিআইডির:  এদিকে, স্যালাইনকাণ্ডে এফআইআরে নাম থাকা ২ চিকিৎসককে ভবানীভবনে জিজ্ঞাসাবাদ সিআইডির। চিকিৎসক দিলীপ কুমার পাল ও চিকিৎসক হিমাদ্রি নায়েককে জিজ্ঞাসাবাদ। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ২ চিকিৎসককে জিজ্ঞাসাবাদ সিআইডি-র। প্রসূতি মৃত্যুর দিন অপারেশন থিয়েটারে থাকার কথা ছিল ২ চিকিৎসকের, ২ চিকিৎসকের নাম ছিল এফআইআরে। সরকারি হাসপাতালে চিকিৎসা না করে ২ চিকিৎসক অন্য জায়গায় ছিলেন বলে অভিযোগ। অভিযুক্ত হিসেবে ২ জনকে সমন করে সিআইডি। স্যালাইনকাণ্ডে ১৩ জন চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola