Newton Das: '২০১৪ সাল থেকে আমি কাকদ্বীপের ভোটার', আর কী কী চাঞ্চল্যকর তথ্য উঠে এল নিউটনের বয়ানে ?

ABP Ananda Live: বাংলাদেশের ছাত্র আন্দোলনের মুখই এ দেশের ভোটার! দক্ষিণ ২৪ পরনগার কাকদ্বীপে বাংলাদেশি ভোটারের খোঁজ। বাংলাদেশে অগাস্ট আন্দোলনে অন্যতম মুখ ছিলেন অভিযুক্ত নিউটন দাস। বাংলাদেশের আন্দোলনে নিউটনের যোগ দেওয়ার ছবি ভাইরাল। নিউটন স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের সুভাষনগরের ভোটার । নিউটন দাস বাংলাদেশেরও ভোটার, স্বীকার দাদা তপন দাসের । কিছু দিন আগেও কাকদ্বীপের সুভাষনগরে থাকতেন, জানিয়েছেন দাদা। কাকদ্বীপের মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের । নিউটন কাকদ্বীপের TMCP কর্মী, দাবি বিরোধীদের। তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী ছিলেন, অভিযোগ বিরোধীদের । স্থানীয় TMCP নেতা দেবাশিস দাসের সঙ্গে একাধিক ছবি নিউটনের । অভিযোগ অস্বীকার TMCP নেতা দেবাশিসের। 

'২০১৪ সাল থেকে আমি কাকদ্বীপের ভোটার, ২০১৬ সালেও ভোট দিয়েছিলাম', বললেন নিউটন দাস। 'আমার পূর্বপুরুষের সম্পত্তির কারণে আমি ওয়ারিশের কারণে বাংলাদেশে আসি। ভিডিও বার্তা যা ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ গুজব। ২০১৪ সাল থেকে আমি কাকদ্বীপের ভোটার। ২০১৬ সালেও আমি ভোট দিয়েছিলাম।২০১৭ সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। ২০১৮ সালে আবার বিধায়কের সহযোগিতা নিয়ে ভোটার কার্ড করি'। বললেন নিউটন দাস'।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola