Banglar Bidhan : খুন নয় বেলডাঙার পরিযায়ী শ্রমিক, তৃণমূলের তত্ত্ব খারিজ করে জানিয়ে দিল পুলিশ
Banglar Bidhan : বেলডাঙার পরিযায়ী শ্রমিকের মৃত্যু, তৃণমূলের খুনের তত্ত্ব খারিজ পুলিশের। খুন নয়, ঝাড়খণ্ডে 'আত্মঘাতী' বেলডাঙার পরিযায়ী শ্রমিক!তৃণমূলের তত্ত্ব খারিজ করে জানিয়ে দিল পুলিশ। 'ঝুলন্ত অবস্থায় আলাউদ্দিনের দেহ উদ্ধার, মেলেনি খুনের চিহ্ন'। 'বেলডাঙার বাসিন্দা শ্রমিকের দেহে যে ক্ষত মিলেছে, তাও পুরনো'। ময়নাতদন্তের রিপোর্ট উল্লেখ করে জানিয়ে দিল মুর্শিদাবাদ পুলিশ। 'যেখানে আলাউদ্দিন শেখের মৃত্যু, সেই ঘর পরীক্ষা করা হয়েছে'। 'যারা আলাউদ্দিনের দেহ দেখেছে, তাদের সঙ্গে কথা বলেছে পুলিশ'। 'আলাউদ্দিনের সঙ্গী পরিযায়ী শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ'। 'ঝাড়খণ্ডের বিশরামপুর থানার ASI-র সঙ্গেও কথা বলেছে পুলিশ'। পুরো তদন্তপ্রক্রিয়ার ভিডিও দেখিয়ে জানিয়ে দিল মুর্শিদাবাদ পুলিশ।
আর এসবের মধ্যেই তৃণমূলরে অস্বস্তি বাড়িয়ে বেলডাঙাকাণ্ডে খুনের অভিযোগ ওড়াল খোদ পুলিশ, আর অন্যদিকে ওন্দায় বিজেপি নেতাকে সপরিবারে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগে তোলপাড়