Banglar Bidhan: সিঙ্গুরের সভা থেকে তৃণমূলকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
নিয়োগে দুর্নীতির জেরে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল, নারী নির্যাতন থেকে মাফিয়া-রাজের অভিযোগ। রবিবার সিঙ্গুরের সভা থেকে তৃণমূলকে চাঁছাছোলা ভাষায় আক্রমণে নামলেন প্রধানমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'পশ্চিমবঙ্গে লুটেরা, মাফিয়ার খোলাখুলি ছাড় দেওয়া আছে। আপনারা জানেন, এখানে সবকিছুর ওপর সিন্ডিকেট ট্যাক্স লাগানো হয়। এই সিন্ডিকেট ট্যাক্সকে, মাফিয়া রাজকে বিজেপি সরকার শেষ করবে। এটা মোদির গ্যারান্টি।' রবিবার দুপুরে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে বারবার কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে পশ্চিমবঙ্গবাসীকে বঞ্চিত রাখার অভিযোগ তুললেন নরেন্দ্র মোদি। অন্যদিকে, চাপড়ার রোড শো থেকে পাল্টা বঞ্চনার অভিযোগে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক দিতে গিয়ে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকারের পতনের প্রসঙ্গ টানেন নরেন্দ্র মোদি। অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এদিন বলেন, দিল্লিতে লোকে নিঃশ্বাস নিয়ে মরছে।