Bankura: ইন্দাসের বিজেপি বিধায়কের নামে নিখোঁজ পোস্টার, শুরু তরজা। Bangla News
পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে ইন্দাসের বিজেপি (BJP) বিধায়কের নামে নিখোঁজ পোস্টার পড়ল বাঁকুড়ার (Bankura) পাত্রসায়রের পাণ্ডুয়া বাজার এলাকায়। তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিজেপি বিধায়কের (BJP mla) অভিযোগ, পোস্টারের পিছনে তৃণমূলের (TMC) হাত রয়েছে। অভিযোগ উড়িয়ে শাসকশিবিরের দাবি, সাধারণ মানুষই ক্ষুব্ধ হয়ে এই পোস্টার দিয়েছে।