Bankura: বাঁকুড়ার বিষ্ণুপুরে মল্লরাজাদের রথের রশিতে পড়ল টান | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বাঁকুড়ার বিষ্ণুপুরে মল্লরাজাদের রথের রশিতে পড়ল টান। সাড়ে তিনশো বছরের পুরনো এই রথযাত্রা বিশেষত্ব হল, জগন্নাথ-বলরাম-সুভদ্রা নন, রথে সওয়ার হন রাধা মদন গোপাল জিউ।
সরকারি জমিতে দখলদার উচ্ছেদ অভিযানের মাঝেই এবার নলহাটিতে পুকুর ভরাটের অভিযোগ উঠল। ৩ নম্বর ওয়ার্ডের খালাসিপাড়া মাটি ফেলে ওই পুকুর রাতারাতি বুজিয়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
বাঁকুড়ার বিষ্ণুপুরে মল্লরাজাদের রথের রশিতে পড়ল টান। সাড়ে তিনশো বছরের পুরনো এই রথযাত্রা বিশেষত্ব হল, জগন্নাথ-বলরাম-সুভদ্রা নন, রথে সওয়ার হন রাধা মদন গোপাল জিউ।
রথের রশিতে টান পড়বে আজ বিকেলে। প্রথমে বেরোবেন সুদর্শন। গর্ভগৃহ থেকে ২২ ধাপে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নামিয়ে আনা হবে। ২২ ধাপের তৃতীয় ধাপে শিবের দর্শন নেন জগন্নাথ। এরপর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে বিগ্রহকে তোলা হবে রথে, যা পহন্ডি নামে পরিচিত।