BJP Protest: পুলিশের 'আঘাতে' আহত শুভেন্দু, প্রতিবাদে বিজেপির বিক্ষোভ বাঁকুড়ায় | ABP Ananda Live
ABP Ananda LIve: গতকাল হাওড়ায় ধসবিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময় তাঁকে পুলিশের তরফে আঘাত করা হয় বলে অভিযোগ। তারই প্রতিবাদে এবার বাঁকুড়ায় পথে নামল বিজেপি। বিজেপি বিধায়ক অমরনাথ সরকারের নেতৃত্বে বিজেপির তরফে বিক্ষোভ।
হাওড়া থেকে কলকাতা যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ সকাল সকাল। সাতসকালে নবান্নের কাছে কন্টেনার উল্টে বিপত্তি। আর তার জেরেই দীর্ঘক্ষণ আটকে রয়েছে দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার রাস্তা। অসুবিধার মুখে পড়েছেন বহু নিত্যযাত্রী।
মঙ্গলবার সকালেরই রাস্তার ওপর আড়াআড়িভাবে উল্টে পড়ায় একটি কন্টেনার। এমন ভাবে গাড়িটি রাস্তা আটকে দেয়, যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগের শিকার হন স্কুলপড়ুয়া থেকে অফিস যাত্রীরা। ভোরে শিবপুর মন্দিরতলা থেকে কলকাতা যাওয়ার লেনে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারটি উল্টে যায়। এর ফলে যে অ্যাপ্রোচ রোড দিয়ে দ্বিতীয় হুগলি সেতু ধরতে হয়, তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ক্রেনের সাহায্যে কন্টেনার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে শিবপুর থানার পুুলিশ।