Bankura Elephants: বাঁকুড়া শহরের কাছে হাতির দলের দাপাদাপি, দলমায় ফেরাতে ঘাম ছুটছে বনকর্মীদের| Bangla News
বাঁকুড়া শহর লাগোয়া ছাতনায় সাতসকালে দাপিয়ে বেড়াল দলমার দামালরা। বন দফতর সূত্রে খবর, সপ্তাহখানেক আগে ৩টি শাবক-সহ ১০টি হাতির দল সারেঙ্গার জঙ্গল থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় ঢোকে। হুলা পার্টির চেষ্টা ব্যর্থ করে হাতির দলটি সিমলাপাল, ইন্দপুর হয়ে গতকাল সন্ধেয় পৌঁছে যায় বাঁকুড়া শহরের কাছে। আজ সকালে ছাতনায় ঢুকে পড়ে হাতির দল। তাদের দলমার দিকে ফেরত পাঠানোর চেষ্টা চালাচ্ছেন বন দফতরের কর্মীরা।
Tags :
ABP Ananda Bankura Elephant ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Elephant Rampage