Rakhi Bandhan: এবার অভিনব চমক টেরাকোটার রাখী, ফুটে উঠল বাঁকুড়া জেলার ঐতিহ্য

Continues below advertisement

রাখীতে ফুটে উঠল বাঁকুড়া জেলার ঐতিহ্য। এবার অভিনব চমক টেরাকোটার রাখী। টেরাকোটার রাখীর থিমে রয়েছে বাঁকুড়ার মুকুটমনি এবং বিষ্ণুপুর। পর্যটন ও টেরাকোটা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই উদ্যোগ। 

টেরাকোটার অভিনব রাখী মধ্যে ফুটে উঠেছে বাঁকুড়া জেলার ঐতিহ্য।  ফুটে উঠেছে জেলার পর্যটনকেন্দ্র। জল, জঙ্গল পাহাড় আর প্রাচীন ঐতিহ্যের জেলা বাঁকুড়া। জেলার হস্তশিল্পের মধ্যে প্রাচীনতম শিল্প টেরাকোটা শিল্প। পাঁচমুড়ার টেরাকোটা শিল্প জগত বিখ্যাত। এবার টেরাকোটার এই শিল্পকলা এবার অভিনব চমক টেরাকোটার রাখী।  খাতড়া মহকুমা প্রশাসন ও বিষ্ণুপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে টেরাকোটার গ্রামে এখন তৈরি হচ্ছে টেরাকোটার রাখি। টেরাকোটার রাখীর থিমে রয়েছে বাঁকুড়ার মুকুটমনি এবং বিষ্ণুপুর। পর্যটনের বিকাশ ও টেরাকোটা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এমনই ভাবনা শিল্পীদের। ভাতৃত্বের বন্ধনে এই রাখী ছড়িয়ে দেবে জেলার শিল্প ও সংস্কৃতি ও ঐতিহ্যকে মনে করছেন তারা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram