Bankura News: ২ অধ্যাপককে তৃণমূল নেতার ধমকানি-চমকানির ভিডিয়ো ভাইরাল | TMC leader
ABP Ananda Live: মালদার হবিবপুুর, নদিয়ার পলাশিপাড়ার পর এবার বাঁকুড়ার বেলিয়াতোড়। ফের শিক্ষাঙ্গনে তৃণমূল নেতার 'দাদাগিরি'। কলেজের পরিচালন সমিতির বৈঠকে দুই অধ্যাপককে শাসানোর অভিযোগ। অধ্যাপকদের শাসানোর অভিযোগ উঠেছে তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। ২৬ মার্চের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। গত ৩ এপ্রিল ই-মেল মারফত বেলিয়াতোড় থানায় অভিযোগ দায়ের করেন দুই অধ্যাপক। দুই অধ্যাপককে খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। অধ্যাপকদের দাবি, বেলিয়াতোড় থানা প্রথমে অভিযোগ নিতে চায়নি। এরপর পুলিশ সুপারের কাছে জানালে নড়েচড়ে বসে পুলিশ।
আর কয়েক ঘণ্টার মধ্যে আমেরিকার ‘শুল্ক-শাস্তি’ কার্যকর হচ্ছে। আর তার আগে ফের ভারতকে নিয়ে ফের বিস্ফোরক দাবি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাঁর দাবি, উচ্চ হারে শুল্ক বসাবেন বলে আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্ক করেছিলেন তিনি। শুল্ক-হুঁশিয়ারিতেই ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতে ইতি পড়েছিল বলেও দাবি তাঁর। (US Tariff on India)
হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠক চলাকালীন ফের ভারতকে নিয়ে মুখ খুললেন ট্রাম্প। তাঁর দাবি, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি, সেই সময় মোদির সঙ্গে কথা হয় তাঁর। ভারত ও পাকিস্তানের মধ্যে এত ঘৃণা কেন জানতে চান। পাকিস্তানকেও একই প্রশ্ন করেন তিনি। আর সেই সময়ই চড়া শুল্ক বসানোর কথা জানিয়ে দেন। (Donald Trump)