Bankura News: বাঁকুড়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: বাঁকুড়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। জয়পুরে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে দলের একাংশকে গদ্দার বলে আক্রমণ করেন তৃণমূলের যুব সভাপতি সুব্রত দত্ত ও তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র বিষ্ণুপুর । সাংগঠনিক জেলার সভাপতি সোমনাথ মুখোপাধ্যায়। গদ্দারদের দল থেকে বের করার হুঁশিয়ারিও দেন দু'জনে। এই মন্তব্য দুই নেতার ব্যক্তিগত মত বলে জানিয়েছেন বিষ্ণুপুর
সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়। যদিও এখনও নিজেরদের মন্তব্যে অনড় সুব্রত দত্ত ও সোমনাথ মুখোপাধ্যায়। দলে থাকা গদ্দারদের জন্য ২০২১ সালের বিধানসভা নির্বাচন ও ২০২৪  সালের লোকসভা নির্বাচনে বিষ্ণপুরে তৃণমূলের ভরাডুবি হয়েছে বলে অভিযোগ তাঁদের। দল বিষয়টি জানে বলেও দাবি দুই নেতার।

আরও খবর..

ডেবরায় জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর উপরে থাকা অস্থায়ী সেতু। ঘটনাটি গতকাল সকালে ডেবরা ব্লকের ৪ নং খানামোহন অঞ্চলের খানামোহন নদী ঘাট এলাকায়। ডেবরা থেকে কেশপুর যাওয়ার জন্য কাঁসাই নদীর উপর এই অস্থায়ী সেতু ছিল। গতকাল সকালে ওই বাঁশের সেতু দিয়ে নিত্যযাত্রীরা যাতায়াত করছিল হঠাৎ জলের তোড়ে ভেঙে ভাসিয়ে নিয়ে যায় বাঁশের সেতুটিকে। নদীতে ঝাঁপ দিয়ে একজন প্রাণে বাঁচেন। আজ সেই ভিডিও ভাইরাল হয়। পুজোর আগেই আরও একটি ঘটনার মুখোমুখী হয়েছিল পশ্চিম মেদিনীপুর। যদিও সেবার অভিযোগের আঙুল উঠেছিল ম্যানমেড বন্যার দিকে।সেবার ভেঙেছিল কাঁসাই নদীর বাঁধ। হুহু করে জল প্রবেশ করছিল গ্রামে, রাতে দিশেহারা একাধিক এলাকার মানুষজন। দাসপুরে কাঁসাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কায় ছিল দাসপুরের একের পর এক গ্রাম।

জমা জলে 'বিদ্যুৎস্পৃষ্ট' হয়ে ভবানীপুরে যুবকের মৃত্যু। ভবানীপুরের জাস্টিস দ্বারকানাথ রোডে যুবকের মৃত্যু। দোকানের পাশে পাঁচিলে হাত দিতেই ব্যবসায়ীর মৃত্যু। বিদ্যুৎস্পৃষ্ট হয়েই সৌরভ গুপ্ত নামে যুবকের মৃত্যু, দাবি স্থানীয়দের। এব্যাপারে এখনও পর্যন্ত পুরসভা কিংবা CESC-র প্রতিক্রিয়া মেলেনি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram