Bankura: প্রথার বাইরে গিয়ে শিক্ষাদান, জাতীয় সম্মান পাচ্ছেন বাংলার শিক্ষক। Bangla News

স্রেফ পেশার টানে কাজ নয়, এ যেন নেশার টানে পেশা! না হলে কেন প্রথাগত শিক্ষণ পদ্ধতির বাইরে গিয়ে শিক্ষার্থীদের জন্য় এত উদ্যোগী হবেন বুদ্ধদেব দত্ত? তাঁর উদ্যোগেই তো গত দশ বছরে বাঁকুড়ার (bankura) জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের চেহারা-ছবি বদলে গিয়েছে। বুদ্ধদেব বললেন,'এখন তো চিরাচরিত অর্থে শিক্ষণ বা টিচিং হয় না। এখন লার্নিং বা শিখন হয়। আমিও গতানুগতিক শিখন-পদ্ধতি থেকে বেরিয়ে এসে অন্য রকম ভাবে পড়াই। পাঠ্যবই নিই-ই না। যেমন ধরুন, চিরাচরিত দস্তুর হচ্ছে শিক্ষকরা প্রশ্ন করবেন, ছাত্রছাত্রীরা উত্তর দেবে। আমি এটিকেই অন্য রকম ভাবে ভেবেছি। উত্তরটা আমি বলে দেব। তার ভিত্তিতে আমার ক্লাসে যদি ৪০ জন পড়ুয়া থাকে, তারা চল্লিশ রকম প্রশ্ন করবে। এতে তাদের বিশেষ ধরনের চিন্তাপদ্ধতির বিকাশ হবে, সার্বিক উন্নয়ন ঘটবে।' 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola