Bansdroni: দিনেদুপুরে গুলির লড়াই, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। Bangla News
শান্ত এলাকা বলেই পরিচিত বাঁশদ্রোণীর ব্রহ্মপুর। সেখানে দিনেদুপুরে এমন গুলির লড়াই। গুলিবিদ্ধ দুই প্রোমোটার। এলাকায় প্রচুর আবাসন রয়েছে। রয়েছে পুরনো বাড়িও। গুলিকাণ্ডে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। লেক গার্ডেন্সে সিন্ডিকেট দৌরাত্ম্যের পরের দিনই প্রোমোটিং-বিবাদে বাঁশদ্রোণীতে গুলি। পরপর এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে ব্রহ্মপুরের বাসিন্দাদের।
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Bansdroni Bansdroni Shootout এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাঁশদ্রোণী Businessman Shootout At Bansdroni Bansdroni Latest News Bansdroni Neighbors