Bansdroni Shootout: বাঁশদ্রোণীতে রিয়েল এস্টেট ব্যবসায়ীর অফিসে ঢুকে গুলি, পাল্টা গুলিতে জখম অভিযুক্তও।Bangla News

দিনেদুপুরে খাস কলকাতায় চলল গুলি। বাঁশদ্রোণীর ব্রহ্মপুর এলাকায় রিয়েল এস্টেট ব্যবসায়ীর অফিসে ঢুকে গুলি। পাল্টা গুলিতে জখম অভিযুক্তও। গুলি চালানোর পাল্টা অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে। রিয়েল এস্টেট ব্যবসায়ী মলয় দত্তর দাবি, সকালে তাঁর অফিসে আসেন প্রোমোটার বিশ্বনাথ সিং ওরফে বাচ্চা। ওই প্রোমোটারের কাছে আগে কাজ করতেন ওই ব্যবসায়ী। অভিযোগ, কেন কাজ ছেড়েছেন এই প্রশ্ন তুলে আগ্নেয়াস্ত্র বের করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন ওই প্রোমোটার। কোনওক্রমে পালিয়ে অটোয় চড়ে এম আর বাঙুর হাসপাতালে আসেন গুলিবিদ্ধ ব্যবসায়ী। ব্যবসায়ীর বুকের ওপর ডানদিকের কাঁধের নিচে গুলি লাগে। পরে তাঁকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। গুলিবিদ্ধ বাচ্চা সিং আশঙ্কাজনক অবস্থায় পিয়ারলেস হাসপাতালে ভর্তি। ব্যবসায়িক রেষারেষি নাকি পুরনো শত্রুতা খতিয়ে দেখছে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola