Ground Zeros seg 2:হাইকোর্টে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তিন প্রতিনিধি

Continues below advertisement

বিচারপতি রাজাশেখর মান্থার (Rajasekhar Mantha)এজলাসের বাইরে বিক্ষোভের বিষয়ে খোঁজখবর নিতে, হাইকোর্টে (Calcutta High Court) বার কাউন্সিল অফ ইন্ডিয়ার (Bar Council Of India) তিন প্রতিনিধি। । অন্যদিকে রুল জারির বিরুদ্ধে আজ কালাদিবস পালনের ডাক দিয়েছে রাজ্যের বার কাউন্সিল। যদিও সেখানেও ধরা পড়েছে বিভাজন। কালাদিবসের পাল্টা বিক্ষোভ দেখাবে অল ইন্ডিয়া ল'ইয়ার্স ইউনিয়ন।

সাগরদিঘির মঞ্চ থেকে ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মমতা। 'কেউ যদি মনে করে এটা বিজেপির জমিদারি, তাহলে ভুল করছে, বিরোধী দলগুলোকে ভাতে মেরে এই কেন্দ্রীয় রাজত্ব চলবে না, কেন দেওয়া হবে না ১০০ দিনের টাকা, বিজেপি, সিপিএম জবাব দাও, এই ক্ষমতা আজ আছে, কাল নেই, আজ ক্ষমতায় আছে বলে হিরো, কাল ক্ষমতা না থাকলে বিগ জিরো', কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ তৃণমূল নেত্রীর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram