Baranagar: বরানগরে উদ্ধার লিভ-ইনে থাকা যুগলের দেহ।Bangla News
একই ঘর থেকে উদ্ধার দুই লিভ-ইন সঙ্গীর মৃতদেহ। বরানগরের নিয়োগীপাড়ার ঘটনা। আজ সকালে ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বছর ষাটের অর্চনা সিংহ ও ৬৫ বছরের দেবকৃষ্ণ বসুর মৃতদেহ। স্থানীয় সূত্রে খবর, ২০০৩ থেকে দেবকৃষ্ণের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন অর্চনা। পুলিশ সূত্রে খবর, বাজারে প্রচুর টাকা দেনার কারণে সম্প্রতি দেবকৃষ্ণর ব্যবসায় মন্দা দেখা দেয়। সেই কারণেই যুগলে আত্মহত্যার সিদ্ধান্ত কিনা খতিয়ে দেখছে পুলিশ।
Tags :
Baranagar ABP Ananda Bengali News ABP Ananda Digital Bangla News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ