Barasat News: বারাসাতের কাজিপাড়ায় নাবালককে খুনে নতুন তথ্য। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: বারাসাতের কাজিপাড়ায় নাবালককে খুনে নতুন তথ্য। 'ভাইপোকে খুনের পর নজর ঘোরাতে ছেলেধরা গুজব রটায় জেঠু'। 'পুলিশকে বিভ্রান্ত করতে পরিকল্পনামাফিক ছেলেধরা গুজব ছড়ায় অভিযুক্ত জেঠু'। পারিবারিক বিবাদের জেরে নাবালক ভাইপোকে খুন, জেরায় স্বীকারোক্তি ধৃতের, দাবি পুলিশের। সিঙ্গুরে (Singur)সমবায় ভোটেও সম্মুখসমরে তৃণমূল(tmc)-বাম(cpm)। তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যাম, ছাপ্পা ভোটের অভিযোগ। বাধা দিলে বাম সমর্থিত প্রার্থীকেও মারধরের অভিযোগ। ছাপ্পা ভোট, মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ২ তৃণমূল কর্মীকে (tmc workers)গ্রেফতার পুলিশের, এখনও অধরা ২ অভিযুক্ত। প্রতিবাদে দুর্গাপুর(durgapur) নিউটাউনশিপ থানায় ডেপুটেশন, বিক্ষোভ অগ্নিমিত্রাদের। পাল্টা থানা চত্বরেই অগ্নিমিত্রাকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ তৃণমূলের। 'মদের ঠেকের প্রতিবাদ করায় মহিলা তৃণমূল কর্মীকে কুপ্রস্তাব দলেরই ৪ কর্মীর'। অপমানে আত্মহত্যার চেষ্টা মবিলা তৃণমূল কর্মীর, দাবি পরিবারের। গড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের অফিসে ঢুকে মারধরের ঘটনায় ৪ তৃণমূল কর্মী গ্রেফতার। যদিও এখনও অধরা মূল অভিযুক্ত। রাজপুর-সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিন্টু দেবনাথের অফিসে চড়াও। হন তৃণমূলের কয়েকজন কর্মী। ভাঙচুর চালানো হয় অফিসের মধ্যে, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন তৃণমূলের দুই কর্মী। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। হামলার নেপথ্য়ে ঠিক কী কারণ, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে নরেন্দ্রপুর থানা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram