Barasat News: নিখোঁজ নাবালকের দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র বারাসাত। ABP Ananda News

ABP Ananda Live: নিখোঁজ নাবালকের পচাগলা দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র বারাসাত (Barasat)। অভিযুক্তদের বাড়ি ভাঙচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ, ২জন আহত । নাবালককে নৃশংসভাবে খুনের অভিযোগ, উত্তপ্ত বারাসাতের কাজিপাড়া। পুলিশকে লক্ষ্য করে ইট, কিছুক্ষণের জন্য যশোর রোড অবরোধ 

তিন দিন নিখোঁজ থাকার পর ১০ বছরের নাবালকের পচা গলা ঝুলন্ত দেব উদ্ধার কে কেন্দ্র করে উত্তপ্ত বারাসাতে কাজীপাড়া। অভিযুক্তদের বাড়ি ভাঙচুর। পুলিশের সঙ্গে সংঘর্ষ। লাঠিচার্জ। পুলিশকে লক্ষ্য করে ইট  বৃষ্টি।কিছুক্ষণের জন্য অবরোধ করা হয় টাকি রোডও। দেব উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পরিবারের সদস্যদের অভিযোগপ্রতিবেশী এক মহিলাওই নাবালকের কিডনি চোখ কেটে নিয়ে তাকে খুন করেছে।

অন্য়দিকে, খেজুরিতে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। তৃণমূল কর্মীদের মারধর, তৃণমূলের পার্টি অফিস গেরুয়া রং করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola