DIG Change: সরিয়ে দেওয়া হল বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমারকে। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: সরিয়ে দেওয়া হল বারাসাত (Barasat) রেঞ্জের ডিআইজি (DIG) সুমিত কুমারকে (Sumit Kumar)। সুমিত কুমারকে পাঠানো হল ডিআইজি সিকিউরিটি পদে। বারাসাত রেঞ্জের নতুন ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়। সন্দেশখালিকাণ্ডের জেরেই রদবদল? রুটিন বদলি, জানানো হল নবান্নের তরফে। রাজ্য পুলিশের নতুন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। এডিজি ট্রাফিক পদে ছিলেন সুপ্রতিম সরকার, হলেন নতুন এডিজি দক্ষিণবঙ্গ। গতকালই তিনদিনের জন্য সন্দেশখালিতে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল সুপ্রতিম সরকারকে। রুটিন বদলি, জানানো হল নবান্নের তরফে। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram