Sayani Ghosh: তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে বিতর্কে জড়ালেন সায়নী ঘোষ | ABP Ananda LIVE
Bardhaman Curzon Gate : বর্ধমান (Bardhaman) শহরে কার্জন গেটের (Curzon Gate) সভায় তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে বিতর্কে জড়ালেন সায়নী ঘোষ(Sayani Ghosh)। ১২ বছর আগে ছিল এই গেট? বর্ধমানের কার্জন গেটের সামনের সভা থেকে প্রশ্ন তোলেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী। ১২ বছর আগে ছিল এই গেট, ছিল এই আলো, এই রোশনাই, ঝকঝকে রাস্তা, এত হাসপাতাল? মানুষের বাড়ি বাড়ি গিয়ে বোঝান। কার্জন গেটের সামনের সভা থেকে দলীয় কর্মীদের নির্দেশ দেন সায়নী ঘোষ। যুব তৃণমূলের রাজ্য সভানেত্রীর মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ব্রিটিশ আমলে বর্ধমানের মহারাজা বিজয়চাঁদ মহতাবের রাজ্যাভিষেক উপলক্ষ্যে তৈরি হয় এই বিজয় তোরণ। ১৯০৪ সালে ভাইসরয় লর্ড কার্জনের বর্ধমানে আগমন উপলক্ষ্যে এর নাম পাল্টে কার্জন গেট। ইতিহাস না জেনেই কথা বলছেন সায়নী, কটাক্ষ বিজেপির। কার্জন গেট নয়, সায়নী বর্ধমান শহরে তৈরি অন্য গেটগুলোর কথা বলেছেন, সাফাই তৃণমূল নেতৃত্বের। ABP Ananda LIVE